তিন ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ চালু

post-title

ফাইল ছবি


মৌলভীবাজারে ঝড়ে রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছিল। এর তিন ঘণ্টা পর ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর দুই ঘণ্টা পর রাত ৭টা ৪০ মিনিটের দিকে রেললাইন উপর পড়া গাছ ও ডালপালা সরিয়ে রেল যোগাযোগ ফের চালু করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালবৈশাখে ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল লাইনে গাছ ও ডালপালা পড়ে বিকেল পাঁচটার দিকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলকর্মীরা সেগুলো সরিয়ে রাত আটটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক করেন।

এসএ/সিলেট