যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত জনির বাড়ি সিলেটে

post-title

ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে নিহত দুই বাংলাদেশির মধ্যে একজন সিলেটের আবু সালেহ মুহাম্মদ ইউসুফ আলী জনি (৪২)। তার দেশের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তিনচটি গ্রামে। তবে, তার পরিবার সিলেট নগরের মেজরটিলা এলাকায় বসবাস করেন। ইউসুফ ভ্রমণ ভিসায় সপরিবারে যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছিলেন।
ইউসুফের বাবা সাবেক ইউপি সদস্য নুরুল হক জানান, প্রায় দেড় বছর আগে তার ছেলে সপরিবারে যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে বসবাস শুরু করেন। পাঁচ ও তিন বছর বয়সী দুই মেয়ে এবং স্ত্রী নিয়ে ইউসুফের পরিবার। বাফেলো’র স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় বাফেলো’র ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ নম্বর ব্লকে কৃষ্ণাঙ্গ এক যুবক অতর্কিত হামলা চালায়। তার এলোপাতাড়ি গুলিতে জনি ও কুমিল্লার বাবুল নামের আরেক ব্যক্তি মারা যান।
রোববার সিলেটের মেজরটিলা ইসলামপুর এলাকায় গিয়ে দেখা যায়, জনির বাসায় শোক বিরাজ করছে। আত্মীয়-প্রতিবেশিরা বাসায় জড়ো হয়েছেন। পরিবারের সদস্যরা জনির মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছেন না। উন্নত জীবনের আশায় আমেরিকায় পাড়ি দিয়ে এমন মৃত্যুতে জনির পরিবার ও তার দুই শিশুর জীবনে কালো মেঘ নেমে এসেছে।

SI/05/280424