দৈনিক শ্যামল সিলেটের সাব...
দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র সাব এডিটর ও দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার বাসিন্দা গোলাম মর্তুজা বাচ্চুর স্ত্রী হেনা বেগম (৪৫) আর নেই।বৃহস্পতিবার (২৯ আগস্ট)...
কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি সদস্যবৃন্দ।
রবিবার (২৮ এপ্রিল) সকালে কক্সবাজার গ্রীণ ন্যাচার রির্সোট এন্ড সুইট রেস্টুরেন্টে এসোসিয়েশনের নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম এর পরিচালনায় শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন গ্রীণ ন্যাচার রির্সোট এন্ড সুইট কক্সবাজারের অফিস ম্যানেজার কাজী আনিছুজ্জামান তারেক, রেস্টুরেন্ট ম্যানেজার আহসান উল্লাহ, সেফ জালালা আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, কার্যকারী কমিটির সদস্য এটিএম তুরাব, সদস্য নাজমুল কবির পাবেল, এএইচ আরিফ, ইকবাল মুন্সি, বেলায়েত হোসেন, এস এম রফিকুল ইসলাম সুজন, এইচ এম শহিদুল ইসলাম, শিপন আহম, আজমল আলী, মামুন হোসেন, একরাম হোসেন।
আরো উপস্থিত ছিলেন সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর, স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, মশাহিদ আলী, সাকিব আল মামুন, ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।
এসময় বাংদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি কক্সবাজার ভ্রমন সুন্দরভাবে সু-সম্পন্ন করতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীকে ধন্যবাদ জানান। এসোসিয়েশনের পক্ষ থেকে সিলেটের চা-পাতা সহ বিভিন্ন উপহার কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর হাতে তুলে দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
এসএ/সিলেট