সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা...
সুনামগঞ্জ সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।শনিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার মাঝামাঝি...
ফাইল ছবি
পাগল' হাসানের পরিবারের সদস্যদের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন সিসিক মেয়র। তার জানাজার আগে নিজের বক্তব্যে এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। তার সেই ঘোষণা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাগল হাসানের জন্য এমন ভালোবাসা দেখে মুগ্ধ তার পরিবারের সদস্যবৃন্দসহ গোটা এলাকাবাসী।
আউল-বাউলের দেশ সুনামগঞ্জের ছাতক উপজেলার সন্তান কন্ঠ শিল্পী গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান। তবে ভক্তরা তাকে ভালোবেসে ডাকতেন পাগল হাসান বলে। অল্প সময়ে তিনি তার সৃষ্ট গান সুর আর কথায় সারাদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেন। সেই সুবাদে দেশজুড়ে তার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে।
তবে নিজের মা সন্তান আর ভক্ত-অনুরাগীসহ এলাকাবাসীকে কাঁদিয়ে গত ১৮ এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে শোকে মুহ্যমান হয়ে উঠেন সিলেটবাসীসহ সারাদেশের মানুষ। ওইদিন-ই, সন্ধ্যা ৭টায় তার জানাজা অনুষ্টিত হয়।জানাজায় সহস্রাধিক শোকার্ত মানুষ অংশগ্রহন করেন। ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও।
তিনি পাগল হাসানের পরিবারের সদস্যদের বিস্তারিত খোঁজ নেন। তার দুই ছেলে এখনো অবুঝ। তিনি জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা চেষ্টা করব গানপাগল এই মানুষটার সন্তান এবং পরিবারের সদস্যদের জন্য সবার সহযোগিতায় একটি ঘর নির্মাণ করে দেয়ার।
শুধু হাসান-ই নয়, সেদিনে সেই দুর্ঘটনায় তার সঙ্গে নিহত হন একই এলাকার আব্দুস সত্তার। তার পরিবারের জন্যও কিছু করে দেয়ার উদ্যোগ নেয়ার কথা বলেছিলেন সিসিক মেয়র।আনোয়ারুজ্জামান চৌধুরী তার কথা রেখেছেন। তিনি তার ঘোষণা বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করেছেন।
এ তথ্য জানিয়ে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে মেয়র মহোদয় শনিবার (২৭ এপ্রিল) একজন প্রকৌশলী, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং আমাকে পাঠিয়েছিলেন ছাতকের শিমুলতলা গ্রামে। আমরা ওই গ্রামে গিয়ে পাগল হাসানের পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলি। মূলত বাড়ির ভিটে দেখে ঘরের ডিজাইনের কাজ শুরুর লক্ষেই আমাদের সেখানে পাঠান তিনি। আমরা হাসানের মা, স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলি।
সাজলু বলেন, শুধু পাগল হাসানই নয়, ওইদিন দুর্ঘটনায় হাসানের সাথে নিহত আব্দুস সত্তারের পরিবারেরও খোঁজ খবর নিয়েছেন মেয়র। তার পরিবারকেও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
শিল্পী পাগল হাসানদের ঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন পাগল হাসান স্মৃতি সংসদের আহ্বায়ক শিল্পী ডা. জহির অচিনপুরী ও সদস্য সচিব শাহাদত হোসেন লোলন। মেয়রকে এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা আশ্বাস দিয়েছেন তারা।
এসএ/সিলেট