সিলেটে ম্যাচ চলাকালীন বিসিবি...
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চলাকালীন দায়িত্বরত অবস্থায় বিসিবি কর্মকর্তা ইকরাম চৌধুরী মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে...
বাংলাদেশ-ভারত পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ
ছবি সংগৃহিত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের মধ্যকার পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এ সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতিও সেরে নিতে চায় দুই দল।
ভারতের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় বাংলার বাঘিনীদের। দল ভালো প্রস্তুতি নিয়েছে একইসঙ্গে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করতে পারবে বলে আশাবাদী নারী দল।
বাংলাদেশ-ভারতের খেলা মানেই উত্তেজনা। এবার এ উত্তেজনা সিলেটের মাঠে। সিরিজকে ঘিরে সিলেটের মাঠে দুই দলই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। শুক্রবার (২৬ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ নিজেদের মধ্যে ম্যাচ খেলে বাংলাদেশ নারী দল। এ ম্যাচ খেলে তিন বিভাগে নিজেদের ঝালাই করে নেন বাঘিনীরা।
প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলের তারকা স্পিনার নাহিদা আক্তার। জানান প্রস্তুতির কথা। নাহিদা জানান, ‘আমরা এখানে ভালো প্রস্তুতি নিয়েছি। সিলেটের মাঠে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ব্যাটার ও বোলার সবাই ভালো করেছে। আশা করি ম্যাচে এগুলো আমাদের কাজে দিবে।’
নাহিদা আরও জানান, ‘ভালো খেলে কীভাবে জয়লাভ করা যায় সেই চেষ্টা করব। দল আগের থেকে অনেক ভালো খেলছে। সবাই নিজ নিজ জায়গা থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করছে।’
সিলেটের আবহাওয়া নয়, ম্যাচ নিয়ে চিন্তিত বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারত বধ করা সম্ভব বলে মনে করেন এই স্পিনার।
২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। এই সিরিজে প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। এই তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়।
এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশেে এসেছে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত। গত বছর জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
SI/03/280424