সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জ শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্ট এলাকায় চলাচলকারী মাহিন্দ্র ট্রাক ও শহরের দিকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। অপর ২ দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। 

নিহত সুরেশ রবি দাস (৪০) শহরের ওয়েজখালি এলাকার পিরোজপুরে। আহতরা হলেন, শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া ও  শহরতলীর ইব্রাহীমপুরের কৃষ্ণ রবি দাস। 

প্রত‍্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্র ট‍্যাক সাটারিংয়ের মালপত্র নিয়ে যাচ্ছিল বেপরোয়া গতিতে। এ সময় বুড়িস্থল থেকে সিএনজি শহরে আসার পথে ভুবির পয়েন্টে এই দূর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাকে ও সিএনজি সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট