সংস্কার ছাড়া নির্বাচন করলে তা...
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না, দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে সোমবার (২২ এপ্রিল) দুপুরে চন্ডিপুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সিলাম ইউনিয়নের যুব নেতা আলাউদ্দিন আল ফারাবীর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন আহমদ, শামীম মিয়া, ইদ্রিছ আলী, সুরমান মিয়া, নোমান মিয়া, শেখ সুমন, বশির আহমদ, জিলু আহমদ, আব্দুল আলী, লোকমান আহমদ, সবুজ মিয়া, সুনাহর আলী প্রমুখ। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, অত্যন্ত পৈশাচিক কায়দায় সন্ত্রাসীরা প্রবাসী কাইয়ুম হত্যা করেছে। তার অবুঝ সন্তানেরা
এখন এতিম হয়ে গেল। তাদের আর কোন অবলম্বন নেই। তাই এই হত্যার সুবিচার হওয়া দরকার। বক্তারা বলেন, মামলা হলেও এখনও কোন হত্যাকারী গ্রেফতার হয়নি। এটি খুবই হতাশাজনক। অবিলম্বে যাতে আসামীদের গ্রেফতার করা হয় এবং সুবিচার নিশ্চিত হয় সে বিষয়ে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি
এসএ/সিলেট