শান্তিগঞ্জে দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক’ কর্মশালা সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে ‘দুর্যোগ ব্যবস্থানা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক(গবেষণা) কাজী মো. বদরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট