সিলেটে বুলডোজার দিয়ে ভাঙা হলো...
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের আলোচিত শাহীন আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মরম আলীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার (২১ এপ্রিল) ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মরম আলী কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাওঁ (পূর্বপাড়া) গ্রামের মৃত জমির আলীর পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ঈদের দিন দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমেদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র।
এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়াসহ ১০ জনকে আসামি করা হয়।
গ্রেফতারের বিষয়টি করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
এসএ/সিলেট