নবীগঞ্জে গাঁজাসহ ২ মাদককারবারী আটক

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল- আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা মধ্যপাড়া গ্রামের উসমান মিয়ার ছেলে জুলকাছ মিয়া ও সৌলরী মনিপুর গ্রামের উসমান মিয়ার ছেলে ইসমাইল মিয়া।

পুলিশ জানায়- শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ ফকিরের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় সিলেটগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহণের যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় বাসে যাত্রী বেশে থাকা জুলকাছ মিয়া ও ইসমাইল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশী করে তাদের কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বিকেলে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এসএ/সিলেট