কানাইঘাটে গাড়ির ধাক্কায় কলেজ...
সিলেটের কানাইঘাটে মিষ্টান্নজাতীয় সুইটমিটের গাড়ির ধাক্কায় মারুফ আহমদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের...
ছবি সংগৃহীত
সিলেটের বালাগঞ্জে ২টি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) বিকেলে বালাগঞ্জ উপজেলার চৌমুহনী কালীবাড়ি বাজার থেকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রিয়াদ আহমেদ বালাগঞ্জ উপজেলার বারইগ্রাম এলাকার আব্দুল জব্বার আলীর পুত্র।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পেীনে পাঁচটার দিকে বালাগঞ্জ উপজেলার চৌমুহনী কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে ২ টি চোরাই মোটরসাইকেলসহ মো. রিয়াদ আহমেদকে গ্রেফতার করে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী সালেহ আহমদের পুত্র রিপন পালিয়ে যায়।
এবিষয়ে এসআই মো. শহীদুল ইসলাম শেখ বাদী হয়ে বালাগঞ্জ থানায় এজাহার দায়ের করা করেছেন।
এসএ/সিলেট