পীরেরবাজার থেকে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত


সিলেটে চোরাই মোটরসাইকেলসহ মো. সোহেল মিয়া নামে এক যুবককে আটক করেছে ৭  আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটায় মহানগরের পীরের বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সোহেল মিয়া শাহপরাণ থানাধীন এলাকা ৬ নং ওয়ার্ডের মো. কলমদর আলীর ছেলে।

এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজিখন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাসের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি.) মো. শহীদুল ইসলাম শেখের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক অভিযানে ওই যুবক চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

উদ্ধারকৃত সাদা কালো রংয়ের Yamaha V 3.0 মোটরসাইকেল; এটির ইঞ্জিন নম্বর G3K5E0061946, চেসিস নং- ME1RG521BJ0061058।

পুলিশ পরিদর্শক (নি.) মো. শহীদুল ইসলাম শেখ ঘটনার বিষয়ে বাদী হয়ে শাহপরান (র.) থানায় এজাহার দায়ের করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএ/সিলেট