সিলেটে বস্তাবন্দি কাটা পা, মেলেনি...
সিলেটে বস্তাবন্দি একটি কাটা পা নিয়ে ঘুম হারাম এয়ারপোর্ট থানা পুলিশের। গত ২৪ ঘণ্টায়ও মেলেনি পায়ের রহস্য। কার পা, কিভাবে এলো এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ...
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ এপ্রিল) সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম।
জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভাতে চেষ্টা করে।
এ ব্যাপারে সিলেট তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই।
আরও পড়ুন: বিদ্যুৎ কেন্দ্রে আগুন : ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন
আরও পড়ুন: কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
আরও পড়ুন: হাইবোল্টেজ তার ছিঁড়ে আগুন, বড় ক্ষতি থেকে রক্ষা
আরও পড়ুন: কুমারগাঁওয়ে ফায়ার স্টেশন চান মেয়র আনোয়ারুজ্জামান
এসএ/সিলেট