জকিগঞ্জে পরকিয়ার টানে পালিয়ে গেলেন...
সিলেটের জকিগঞ্জে পরকিয়ার টানে স্ত্রী পালিয়ে যাওয়ায় অভিমান করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে...
ফাইল ছবি
আগুনে ক্ষতিগ্রস্ত সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এ বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে একটি ফায়ার স্টেশন স্থাপন করা জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন: হাইবোল্টেজ তার ছিঁড়ে আগুন, বড় ক্ষতি থেকে রক্ষা
সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সকাল সাড়ে ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় সিলেট নগরের কিছু অংশে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। তবে, সিলেট জেলার বাকি অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন সিলেটবাসী।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি অবগত কটলে তারা দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করেন, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আসে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান, বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুতের হাইভোল্টেজের তার ছিঁড়ে স্পার্কিং হয় এবং বিদ্যুৎকেন্দ্রে ডাম্পিং করে রাখা পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।
আরও পড়ুন: কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, মহান আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুত কেন্দ্রের পাশে যাতে একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তৈরি করা হয় সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান।
আরও পড়ুন: কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন
আরও পড়ুন: কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন : ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন
SI/10/150424