হতাশা বাড়াচ্ছেন রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ আউটের পর একজন ক্রিকেটানুরাগীর ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল– ‘মাহমুদউল্লাহ রিয়াদ এখন আর প্রিয় নেই, শ্রদ্ধেয় হয়ে গেছেন। অবসর নেওয়া উচিত।’...
খবরের কাগজের রিপোর্ট অবলম্বনে-
ক্রমেই ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লগন। এবারের আসর বসবে উইন্ডিজের সঙ্গে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেও। খেলা শুরু হবে ১ জুন ডালাসে। প্রথম দিনই মাঠে নামবে কানাডার বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এবারই প্রথম সর্বোচ্চ ২০ দল অংশ নিচ্ছে। খেলবে ৪ গ্রুপে । প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইটে। সবগুলো দলেরই লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও কোনো দলই এখনো দল ঘোষণা করেনি। কিন্তু সবাই চূড়ান্ত দল গড়ার দিকেই নজর দিয়ে এগোচ্ছে। এরই মাঝে বাংলাদেশের প্রাথমিক দল কারা কারা থাকবেন তা জানতে পেরেছে খবরের কাগজ। এই খেলোয়াড়দের ভিসার জন্যও আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) তারা দলবেঁধে সবাই আমেরিকান দূতাবাসে যান ভিসার জন্য। এই দলের সংখ্যা ২৫ জন বলে জানা গেছে। খবরের কাগজের কাছে এসেছে ২৪ জনের নাম। পাঁচজনের ভিসা থাকায় তারা অ্যাম্বাসিতে যাননি ভিসার জন্য। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের ভাষ্য মতে এই সংখ্যা ২৭ থেকে ৩০ জন। নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার অবশ্য খবরের কাগজকে জানান, তারা ৩০ জনের একটি প্রাথমিক দল দিয়েছেন। যেখানে নেই কোনো চমক। যাদের দলে নেওয়া হয়েছে, তারা সবাই কোনো না কোনো সময় জাতীয় দলের হয়ে খেলেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনো বিসিবি দল ঘোষণা করেনি। কবে ঘোষণা করা হবে এ ব্যাপারে নির্বাচকরাও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। মূলত ভিসা করে রাখার জন্য ৩০ জনের একটি প্রাথমিক তালিকা নির্বাচকরা বিসিবির কাছে জমা দিয়েছেন। ভিসা করানোর জন্যই মোস্তাফিজুর রহমান আইপিএলের মাঝপথে দেশে ফিরে আসেন। এই দল থেকেই ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে পরে।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘ আমরা দল দেওয়ার জন্য এখনো কোনো গাইড লাইন পাইনি। জিম্বাবুয়ে সিরিজের কয়েকটি ম্যাচ আমরা দেখব। এদিকে আবার আমেরিকাতে তিন জাতির টুর্নামেন্টও আছে। আমাদের যখনই বলা হবে, আমরা দল দিয়ে দিবো। খুব বেশি এক্সপেরিমেন্টে যাবো না।’
বৃহস্পতিবার (৪ এপ্রিল) আমেরিকান দূতাবাসে ভিসা করতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, জাকির হাসান, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিম আসান সাকিব, খালেদ আহমেদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও আলিস ইসলাম। ভিসা থাকায় অ্যাম্বাসিতে যেতে হয়নি সাকিব আল হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে জুন মাসের ২ তারিখ যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রথম খেলা ৭ জুন ডালাসে। প্রতিপক্ষ সেখানে শ্রীলঙ্কা। বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের অপর দিন দল হলো দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ১০ জুন নিউইয়র্কে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর বাংলাদেশ দল চলে যাবে উইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। সেখানে ১৩ ও ১৬ জুলাই খেলবে যথাক্রমে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। গ্রুপের সেরা দুই দলে থাকতে পারলে বাংলাদেশ খেলবে সুপার এইটে।
SI/07/060424