কানাইঘাটে গাড়ির ধাক্কায় কলেজ...
সিলেটের কানাইঘাটে মিষ্টান্নজাতীয় সুইটমিটের গাড়ির ধাক্কায় মারুফ আহমদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের...
ছবি সংগৃহিত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি আজ বিশ্বনেত্রী। তাঁরই জন্য আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি।’
তিনি শুক্রবার দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় দলীয় এবং বিভিন্ন সংগঠনের ইফতার ও ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সম্মান দিয়েছেন। বাংলার মানুষও বঙ্গবন্ধুকে সম্মান দিয়েছে। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরাবিশ্বে সম্মানিত।’
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বছর আওয়ামী লীগ ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করছে এবং ছিন্নমূল, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। অন্য সকল সরকারি, বেসরকারি ও স্বেচ্চাসেবী সংগঠনকেও এভাবে দরিদ্র মানুষজনকে সাহায্য ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের সমাজ ও জাতীয় জীবনে এক আদর্শের প্রতীক, তিনি যখন স্কুলে ছিলেন তখন থেকেই সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের প্রতি তার সহানুভূতি ও ভালোবাসা ছিল। সবার অজান্তে তিনি সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে ছিলেন। এমনকি নিজের গায়ের চাদরটিও বিলিয়ে দিয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল ) সকালে আল ইনছান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, আপনাদের যে দাবি দাওয়া এই দাবি দাওয়ার সাথে আমি পূর্ব পরিচিত। আমি তো এখানে হঠাৎ করে আসি নাই। আমি পূর্বে এমপি থাকা অবস্থায় আপানদের দাবি দাওয়া নিয়ে কাজ করেছি।
গত ১০ বছর এমপি না থাকায় ওসমানীনগর-বিশ্বনাথের মানুষ সরকারের মেগা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়েই সিলেট-২ আসনের মানুষের কাঙ্খিত উন্নয়নে কাজ করব। এমপি-মন্ত্রী বড় কথা নয়, যতদিন বেঁচে থাকব আপনাদের কল্যাণে কাজ করে যাবো।
আল ইনছান ফাউন্ডেশনের ট্রাষ্ট্রী আব্দুল মালিকের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সভাপতি শামছুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ,ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান,সহ-সভাপতি আলাউর রাহমান আলা,সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম,সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা,বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক মিয়া,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সেবুল তালুকদার,সমাজসেবক নাইম আহমদসহ আরো অনেকে।
SI/06/060424