কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর প্রাণহানি

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর প্রাণহানি ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) বেলা একটায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু ইব্রাহিম আলী উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি পূর্বগ্রামের আলাল উদ্দিনের ছেলে। বাড়ির পাশে একটি খাদে পড়ে শিশুটি মারা যায় বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য কাজল সিংহ জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা স্বপ্না বেগম। কোথাও না পেয়ে বাড়ির পাশে খাদে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

SI/02/040424