চট্টগ্রাম সমিতি-সিলেট এর দোয়া ও ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

post-title

সংগৃহীত ছবি

চট্টগ্রাম সমিতি-সিলেট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব রফিকুল আলম এর সভাপতিত্বে ও খোরশেদ বিন ইসহাক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চট্টগাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মোতালেব (সি আই পি)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউসুফ আল হোসেন।   

ইফতার ও দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল আলম, এডভোকেট বিশ্বনাথ ঘোষ, হাফেজ সালাউদ্দিন কামাল, মো. শামশুদ্দিন, মোঃ আনোয়ার হোসেন সেলিম, মো. নিজামউদ্দিন, মো. সাইফুদ্দিন চৌধুরী, জ্যেতিমিত্র বড়ুয়া মিঠুল, প্রকাশ চৌধুরী, মো. জসিমউদ্দীন খন্দকার, মো. তৌহিদুল আমিন, মো. আব্দুল করিম, মো. জামশেদ উদ্দিন, মো. মাঈনুদ্দিন আহমদ মানিক, মোর্শেদ আলম, মো. ইব্রাহিম মনির, চন্দ্রশেখর বড়ুয়া, আকাশ, মোহাম্মদ আলী বাদশা, দূর্লভ তালুকদার, মো. আব্দুল আলীম, মো. আব্দুল হাকিম প্রমুখ।

s a