অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির...
নিউজিল্যান্ডের বৈশ্বিক ইভেন্টের স্কোয়াড ঘোষণায় সব সময়ই থাকে ব্যতিক্রমী আয়োজন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলেও এই ধারা বজায় রেখেছে...
ছবি সংগৃহিত
প্রথম দুই ওভারে ২৩ রান খরচায় উইকেটশূণ্য মোস্তাফিজ। প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচসেরা বাংলাদেশি বোলার ফিজের জন্য এটা একেবারেই বেমানান।
খরুচে বোলিং করায় তাকে বিরতি দিয়ে ডেথওভারে কাজে লাগান মাহেন্দ্র সিং ধোনি। সেটি কাজে লাগান মোস্তাফিজ। নেন দুই উইকেট।
প্রথম ম্যাচের মতো বোলিং ফিগারটা আকর্ষণীয় না হলেও উইকেটশূন্য থাকেননি বাংলাদেশের এই পেসার। দিন শেষে তার মুখে চওড়া হাসি। কারণ তার দল চেন্নাই সুপার কিংস জিতেছে টানা দুই ম্যাচ।
গতকাল চিপকে আইপিএলের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান করে চেন্নাই। জবাবে গুজরাট টাইটান্স ৮ উইকেটে করতে পারে ১৪৩ রান। ৬৩ রানের জয় চেন্নাইয়ের।
বড় লক্ষ্যে ব্যাট করতে নামা গুজরাটের বিরুদ্ধে ইনিংসের দ্বিতীয় ওভারেই দেখা মেলে মোস্তাফিজকে। তবে হতাশ করেন সবাইকে। রান দেন ১০। ১১তম ওভারে আবার মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে দুই চার হজম করে দেন ১৩ রান।
১৭তম ওভারে দারুণ বোলিং করেন ফিজ। রান দেন একটি। তুলে নেন রশিদ খানের উইকেট। ১৯তম ওভারে দেন ৬ রান। পান রাহুল তিওয়াতির উইকেট। চেন্নাইয়ের ব্যাটাররা এদিন জয়ের কাজটি সহজ করে দিয়েছিল। চাপ পড়েনি তাই বোলারদের উপর। ২৩ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন শিবাম দুবে। দুই ওপেনার ঋতুরাজ ও রাচিন করেন সমান ৪৬ রান।
গুজরাটের হয়ে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন সুধাসরন। ঋদ্ধিমান সাহা ও ডেভিড মিলার করেন সমান ২১ রান। বল হাতে চেন্নাইয়ের হয়ে সমান দুটি করে উইকেট নেন মোস্তাফিজ, দীপক চাহার ও তুষার দেশপান্ডে। ড্যারেল মিচেল ও মাতিশা পাথিরানা এক উইকেট পান।
৪ ওভার বোলিং করা বোলারদের মধ্যে মোস্তাফিজই দিয়েছেন সর্বোচ্চ ৩০ রান। নেই মেডেন। দীপক ও পাথিরানা চার ওভারে দেন যথাক্রমে ২৮ ও ২৯ রান। ৪ ওভারে সবচেয়ে কম ২১ রানে দুটি উইকেট নেন দেশপান্ডে।
SI/01/270324