মস্কোয় কনসার্টে হামলায় আটক ১১, নিহত বেড়ে ৯৩

post-title

ছবি সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। ক্রেমলিন সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত। খবর- বিবিসি

ইন্টারফ্যাক্স বলছে, হামলায় জড়িত থাকার অভিযোগে অন্য সন্দেহভাজনদেরও আটকের চেষ্টা চলছে। হামলার তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

ঘটনাটিকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এসএ/সিলেট