তিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকরী...
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের চারটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মহানগর ছাত্রলীগের আওতাধীন এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ আর জেলা ছাত্রলীগের আওতাধীন সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রলীগের সিলেট জেলা ও মহানগর ইউনিটের পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেন দুই ইনিটের নেতৃবৃন্দ। প্রতিটি কমিটিই আগামী এক বছরের জন্য গঠন করা হয়।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এমসি কলেজ সিলেট ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ। অন্যদিকে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে দিলোয়ার হোসেন সভাপতি ও হাবিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১০ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৩৬ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে রুহেল আহমদ সভাপতি ও ইমতিয়াজ আহমদ শোভন সাধারণ সম্পাদক হয়েছেন। ৮১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ২৫ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সৈয়দ রবিউল হাসান সভাপতি ও দেবাশিষ গোয়ালা দেব সাধারণ সম্পাদক হয়েছেন। ১১৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৩৮ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক আছেন।
এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে নোমান আহমদ (লাকি নোমান) সভাপতি ও মো. জয়নাল আবেদীন ইমন সাধারণ সম্পাদক হয়েছেন। ১২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৪১ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
এসএ/সিলেট