বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

অভিষিক্ত রানার ৩ উইকেটে ২৮০ রানে থামল লঙ্কান ইনিংস

post-title

শতক হাঁকানোর পর দুহাত প্রসারিত করে উদযাপন করছেন কামিন্দু মেন্ডিস। ছবি: এএফপি

সকালের হাসি মুখটা মলিন করে বড় স্কোরের পথে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডের দিকে তাকালেই তা অনুমান করা যায়। প্রথম সেশনে ৫৭ রানে ৫ উইকেট হারানো লঙ্কানদের স্কোরবোর্ডে যখন ২৫৮, তখনও উইকেট পাঁচ।

দুই ব্যাটারের স্কোরে ১০২ করে রান। আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে কামিন্দু মেন্ডিস যখন ব্যাট উঁচু করে শতকের উদযাপন করেছিলেন। তখন পরের বলেই আঘাত করে নিজের অভিষেক উদযাপন করেন গতিময় বোলার নাহিদ রানা। এতে লঙ্কানরথ কিছুটা থামার পূর্বাভাস মিলে। কিন্তু অপর প্রান্তে ছিলেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। নাহিদ  নিজের পরের ওভারে ১০২ রানে অপরাজিত সিলভাকে সাজঘরে ফেরালে নড়বড়ে হয়ে যায় লঙ্কান ব্যাটিং দুর্গ। এরপর দ্রুত পড়তে থাকে উইকেট। ২৮০ রানে থামে শ্রীলঙ্কার স্কোরবোর্ড।

লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দুজনের ব্যাটে শতক; শাসন করেন বাংলাদেশি বোলারদের। অনেকটা টি-টোয়েন্টি ধারায় ব্যাট চালিয়ে টাইগারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেন তারা।
সকালে সবুজ ঘাসে মোড়ানো চা বাগানঘেরা সিলেটের মাঠে গড়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট।

প্রথম সেশন দুর্দান্ত কাটিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পেসার খালেদ আহমেদের বোলিং তোপে সফরকারীদের পাঁচ উইকেট নিয়ে হাসিমুখেই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় স্বাগতিকরা। তবে মধ্যাহ্নভোজ পরবর্তী সেশনে সেই হাসিমুখ আর থাকেনি। দ্বিতীয় সেশনে লঙ্কানদের টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটিংয়ে তুলোধুনো হন টাইগার ব্যাটাররা।

মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো চড়াও হয়ে রান পাহাড়ে চড়তে থাকেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের ব্যাটে ভর করে সফরকারীরা ম্যাচে ফিরে। বাংলাদেশের পক্ষে খালেদ ৩, নাহিদ ৩, তাইজুল ১  ও শরিফুল নেন একটি করে উইকেট। বিকেলে ইনিংস বিরতির পর ব্যাট হাতে মাঠে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।

SI/07/220324