দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার অভিযানে গ্রেফতার করা হয় ৭ জুয়াড়ীকে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, শুক্রবার (২২ মার্চ) রাতে দেড়টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন সুরমা থানাধীন লালাবাজার শাহ সিকন্দর এলাকার মকবুলের কলোনীর পরিত্যাক্ত কক্ষে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়ি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লালাবাজার এলাকার মো. জলিল, তোফাজ্জল আলী, মাসুক আলী, সামসু মিয়া, শফিক আলী, হরেন্দ্র সূত্রধর ও নুরুল ইসলাম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন এফআইআর ধারায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট