গণমাধ্যমকে বিসিবি পরিচালক নাদেল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা সিলেটে

post-title

ফাইল ছবি

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক বাংলাদেশ। এই টুর্নামেন্টের খেলা হবে ঢাকা ও সিলেটের দুই মাঠে। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবি উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট চলাকালে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন নাদেল।

নাদেল বলেন, আমার নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। অন্যান্য দেশের সাথে তুলনা করলে হবে না। সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটি ঢাকা ও সিলেটের দুই মাঠে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নারী বিশ্বকাপকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনার করা হয়েছে। বিশ্বকাপ খেলতে আসা দলগুলোর সুযোগ সুবিধা বাড়ানো হবে। একই সাথে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কিছু উন্নয়ন করা হবে। স্টেডিয়ামের গ্রিন গ্যালারি নতুন করে সাজানোর হবে বলে জানান তিনি।

নারী বিশ্বকাপে সিলেটের নিজস্ব ঐতিহ্য নাগরী লিপিকে তুলে ধরার পরিকল্পনার কথা জানান তিনি।

নাদেল আরো জানান, বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বাংলাদেশ সফর করবে ভারতীয় নারী ক্রিকেট দল। সফরের সূচি কিংবা কয় ম্যাচ খেলবে তা চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে দশ দিনের সফরে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে দুই দল।

SI/07/220324