দক্ষণি সুরমায় ছেলের হাতে বাবা খুন

post-title

ছবি সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন তপন মিয়া (৬৫) নামের এক হতভাগ্য পিতা।সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, পারিবারিক কহলের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশ চাপা দেয় ছেলে আনছার মিয়া (৩৫)। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। সাথে সাথে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করে লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এসএ/সিলেট