গবেষণায় বিশেষ অবদানে ভিসি...
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস চয়ান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ৫...
ছবি সংগৃহিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার হতে হলে সকল ধরনের সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও অন্যান্য বকেয়া ফি পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্টার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকসু নির্বাচনের কেন্দ্রীয় ছাত্র-সংসদ ও হল ছাত্র সংসদ গঠনতন্ত্র অনুসারে ভোটার হওয়ার যোগ্যতার শর্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর-এর মধ্যে সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও হল সংক্রান্ত সকল ফি প্রযোজ্য ক্ষেত্রে বকেয়াসহ ফি পরিশোধ করতে হবে।
এর আগে গতকাল বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ পরিচালনায় ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকসু মেনু থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, ভোটার কক্ষ বিন্যাস, প্রার্থী তালিকা, নির্দেশিকা, আচরণ বিধিমালা, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।
এসএ/সিলেট