গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হত্যায়...
সিলেটের গোলাপগঞ্জে ‘জসিম উদ্দিন রনি’ নামের এক যুবদল কর্মী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ছয় যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, আটক ব্যক্তিরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন বেটিংয়ে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক প্রমাণ মিললে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস বলেন, “জুয়া একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। এটি কেবল ব্যক্তিকেই নয়, তার পরিবার ও সমাজকেও ক্ষতির মুখে ঠেলে দেয়। অনলাইনে জুয়ার প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ছে। জকিগঞ্জে এই অপকর্মে যারা যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এসএ/সিলেট