কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদে জামায়াতের মতবিনিময় সভা

সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে: মাওলানা হাবিবুর রহমান

post-title

ছবি সংগৃহিত

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দুই হাজার ছাত্র-জনতার জীবনের বিনিমিয়ে ও ৩০ হাজারের বেশী আহত জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া হবেনা। তাই জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তির জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনের মাঠে রয়েছি। ফেব্রুয়ারীতে নির্বাচন আমরাও চাই। কিন্তু এর আগে জনগণকে সংস্কারের বাস্তব নমুনা দেখাতে হবে। এই দেশকে আর পিছিয়ে দেয়ার কোন সুযোগ নেই। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বুধবার (২৯ অক্টোবর) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদে জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কান্দিগাও ইউনিয়নের আমীর আব্দুস সামাদের সভাপতিত্বে ও নায়েবে আমীর ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমেদ ও জুলাই শহীদ ওয়াসিম আহমদের পিতা মো. কনর মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অনন্তপুর মসজিদের মোতায়াল্লী মো জসিম উদ্দিন, জামায়াত নেতা আবদুল মালেক, লুকু মিয়া, কমর উদ্দীন, আতা মিয়া, শানুর মিয়া, আবদুল হান্নান ও সমুজ আলী প্রমূখ। এছাড়া সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট