দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহিত

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে “টেকসই উন্নয়ন নিশ্চিতে নৈতিকতার অপরিহার্যতা” শীর্ষক ইমাম সম্মেলন-২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এমদাদুল হক ও প্রচার সম্পাদক হাফিজ মুফতি আব্দুর রহমান রাহমানী’র যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জেলা সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মুফতি মোঃ আব্দুল আজিজ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-০৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, জেলা মসজিদ পাঠাগার সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, উপজেলা মডেল মসজিদের খতীব মাওলানা ইউনুস আলী, উপজেলা কোষাধ্যক্ষ মাওলানা মুফতি সুহাইল রহমানী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে আমরাও অংশীদার-ইমাম মুআজ্জিন সার্ভিস রুলস আমাদের ন্যায্য অধিকার। বক্তারা ইমাম-মুআজ্জিনদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন ন্যায্য দাবী উপস্থাপন করেন। তাঁরা বলেন, দেশের সর্বত্র মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করা এবং ঢাকায় জাতীয় ইমাম সমিতির ব্যানারে সর্বস্তরের ইমামদের নিয়ে একটি মহাসম্মেলন আয়োজন এখন সময়ের দাবি। বক্তারা বলেন, নৈতিকতা, ধর্মীয় সচেতনতা ও ইমামদের নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, খতীব ও আলেম-উলামার অংশগ্রহণে সম্মেলনটি এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

এসএ/সিলেট