নগরীর বালুচরে ফাহিম হত্যা :...
নগরীর বালুচরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে হামালায় ফাহিম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার...
ছবি সংগৃহিত
নগরীর সোবহানীঘাটে অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় নারীসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নগরীর সোবহানীঘাট সবজি বাজারের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গাইবান্ধা জেলার চাপাদাহ গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের আরব আলীর ছেলে শাহীন আহমদ, একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে আবু বক্কার, সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোস্তাক আহম্মদ এবং জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের আমির আলীর মেয়ে মোছা. নার্গিস আক্তার। তারা সবাই মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট