বিয়ানীবাজারে পরিত্যক্ত শর্টগান উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের বিয়ানীবাজারে এক পাথর ব্যবসায়ীর পরিত্যক্ত অফিস থেকে একটি পুরাতন রূপান্তরিত শর্টগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বড়গ্রাম এলাকার আলী হোসেন নামে এক ব্যক্তির পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষে অভিযান চালায়।

এ সময় অফিসের উত্তর-পূর্ব কোণে কাপড়ে মোড়ানো অবস্থায় মরিচাপড়া কাঠের বাটযুক্ত একটি বিদেশী রূপান্তরিত শর্টগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি একটি একনলা এয়ারগান ছিল। ধারণা করা হচ্ছে, পরবর্তীতে বহনে সহজ এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য অস্ত্রটিকে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়।

দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অস্ত্রটিতে মরিচা পরে যায়। উদ্ধার করা অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


এসএ/সিলেট