শ্রীমঙ্গলে গ্রীষ্মকালীন শিম চাষে...
শ্রীমঙ্গলের কৃষিজমিতে গ্রীষ্মকালীন শিম চাষে এবার বাজিমাত করেছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে মাত্র ৫ হেক্টর জমিতে শিম চাষ করে তারা পেতে যাচ্ছেন উল্লেখযোগ্য...
ছবি সংগৃহিত
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সুপার মরহুম মাওলানা শফিকুল ইসলাম স্মরণে এক শোকসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ সুপার মাওলানা আব্দুর রহিম সরকারের সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, নওয়াবাজার আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুর্শেদুল আলম ভূঁইয়া,সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, নয়াগ্রাম শিমূলতলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা জিয়াউল হক,শাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল হোসেন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা দুর্নীতি দমন কমিশন সভাপতি তাজুল ইসলাম (তারা)মিয়া, দক্ষিণভাগ এনসি হাই স্কুল প্রধান শিক্ষক আসুক আহমদ ও বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান আজিজী প্রমুখ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা মরহুম মাওলানা শফিকুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন এবং তিনির রুহের মাগফিরাত ও শোকসম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।সভাশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম সরকার।
এসএ/সিলেট