শাবির স্পোর্টস সাস্টের ইনডোর...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজিত ইনডোর গেমস ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।এই...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজিত ইনডোর গেমস ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দৈনিক যুগান্তর। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হবে। নিজেদের স্বাস্থ্যের প্রতি যতœশীল থাকতে হবে। খেলাধুলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে প্রক্টরিয়াল বডির সহযোগিতা নিতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, স্পোর্টস সাস্টের সংগঠকবৃন্দ এবং বিভিন্ন ইনডোর গেমসে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসএ/সিলেট