কানাইঘাটে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ কানাইঘাটে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি প্রথমে বড়চতুল ইউনিয়ন ভ‚মি অফিস পরিদর্শন করে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সাথে দ্রæত ভ‚মি সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

সেবা পেতে যাতে করে মানুষজন ভোগান্তির স্বীকার না হোন সেদিকে খেয়াল রাখার জন্য কর্মকর্তাদের নানা ধরনের দিক-নির্দেশনা দেন। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বড়চতুল ইউনিয়ন পরিষদ, বড়চতুল ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

এ সময় ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের সরকারি কর্মকর্তা এবং ডিজিটাল সেন্টারের সাথে জড়িতদের ইউনিয়ন পরিষদের প্রদত্ত নাগরিক সেবা যাতে করে জনসাধারণ কোন ধরনের হয়রানী ছাড়াই সাথে সাথে পান এবং ইউনিয়নে সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে বাস্তবায়নের জন্য কাজের সাথে জড়িত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করেন। এরপর দেবজিৎ সিংহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও উপজেলা ভ‚মি অফিস পরিদর্শন করে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সাথে সরকারের যাবতীয় কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ উপজেলা প্রশাসন চত্ত¡রে গাছের চারা রোপন করেন। সরকারের বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় সিনিয়র সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

এসএ/সিলেট