ভোলাগঞ্জে বালু চাপায় শ্রমিক...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সংরক্ষিত এলাকা ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) থেকে পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি...
নিহত প্রবাসী ইফজাল উদ্দিন
কানাইঘাটের ছোটদেশ গ্রামে ২০১৮ সালে ডাকাত দলের গুলিতে নিহত প্রবাসী ইফজাল উদ্দিনের হত্যাকান্ডের মামলার রায়ে ১০ আসামীকে আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত সিলেটের বিচারক স্বপন কুমার সরকার এ রায় প্রদান করেন। রায়ে ১৬ জন আসামীর মধ্যে ৬ জনকে বেকসুর খালাস প্রদান এবং প্রবাসী ইফজাল উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িত থাকায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ১০ ডাকাতকে আমৃত্যু সশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক। ইফজাল উদ্দিন কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের আব্দুল জলিলের পুত্র।
মামলার রায় প্রদানকালে ১৬ জন আসামীর মধ্যে বর্তমানে জেল হাজতে থাকা আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামী কামরুল ইসলাম, কয়ছর আহমদ ও আবু বক্কর দুলাল উপস্থিত ছিল। আমৃত্যু সাজাপ্রাপ্ত ৭ জন আসামী সহ খালাসপ্রাপ্ত ৬ জন মামলার রায় প্রদানকালে অনুপস্থিত ছিলেন বলে প্রবাসী ইফজালুর রহমানের ছোট ভাই নিজাম উদ্দিন জানিয়েছেন।
আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কানাইঘাট উপজেলার পূর্ব খালপাড় গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন সাবুল উরফে সেবুল আহমদ, নিজ বাউরবাগ পশ্চিম গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আশিক উদ্দিন উরফে কালা মিয়া, উমাগড় ভাটিদিহি গ্রামের মৃত শামসুল হকের ছেলে রশিদ আহমদ, ছোটদেশ গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন, বীরদল ভাড়ারী ফৌদ গ্রামের সহিদুর রহমান উরফে সাইদুর রহমানের ছেলে কয়ছর, সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলডুপ লামাপতন কমলাবাগান এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে আবু বক্কর উরফে দুলাল, জকিগঞ্জের বিলপাড় বিলবাড়ীর ফারুক আহমদ, কানাইঘাট বড়বন্দ ৪র্থ খন্ড বারহাল দক্ষিনের মৃত তৈয়ব আলী উরফে মড়া মিস্ত্রির ছেলে কুতুব উদ্দিন হৃদয়, ছোটদেশ আগফৌদ গ্রামের মাওলানা আব্দুর শুকুরের ছেলে মো. আব্দুল্লাহ, ছোটদেশ নয়াফৌদ গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে কামরুল ইসলাম এবং ভাটিদিহি গ্রামের আমির আলীর ছেলে সেলিম।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম বকুল জানান, এ মামলায় ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে মাননীয় আদালত এ রায় প্রদান করেন। উক্ত রায়ে বাদী পক্ষের আইনজীবী ও মামলার বাদী সন্তুষ্ট হয়েছেন। ডাকাতের গুলিতে নিহত ইফজাল আহমদের ভাই নিজাম আহমদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে তিনি বলেন, আমার ভাই হত্যার বিচার পেয়েছি, আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ এপ্রিল গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাতদল প্রবাসী ইফজাল উদ্দিনের বসত বাড়িতে হানা দিয়ে ডাকাতি সংঘটিত করে। ঐ দিন ডাকাতি করার সময় ইফজাল উদ্দিন বাধা প্রদান করলে ডাকাতরা গুলি করে তাকে হত্যা করে।
এ ঘটনায় ইফজালের পিতা আব্দুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় ১০জনকে আসামী করে মামলা করেন। থানা পুলিশ চার্জশীট প্রদান করলে এতে নারাজী দেন মামলার বাদী আব্দুল জলিল। পরবর্তীতে সিলেটের পিবিআই এর পুলিশ পরিদর্শক কামরুজ্জামান অধিকতর তদন্ত করে মামলায় ১৬ জনকে আসামী করে ২২/১২/২০২১ইং তারিখে আদালতে চার্জশীট প্রদান করেন। থানার মামলা নং- ১৪, তাং ১৯/০৪/২০১৮, ধারা- ৪৯৬ দন্ডবিধি দায়ের করেন।
এসএ/সিলেট