কুলাউড়ার সীমান্তে মাছ শিকারের সময় ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় চোরাকারবারি সন্দেহে ৩ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদেরকে আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন, উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া, হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলো বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদেরকে চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ আরো দুইজনকে আটক করে নিয়ে যায়।

ওই সময় সীমান্ত এলাকায় বিদ্যুৎ ছিলনা। আমরা বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি, তারা বলছে বিষয়টি খোঁজ নিয়ে  দেখতেছে। খবর পেয়েছি, আটককৃতদের শুক্রবার ভারতের ইরানী থানায় হস্তান্তর করেছে বিএসএফ।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি বৃহস্পতিবার রাতে তারা মাছ শিকার করতে সীমান্ত এলাকায় গিয়েছিলো। পরে তাদেরকে বিএসএফ এসে ধরে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

এ বিষয়ে ৪৬ বিজিবি (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম জাকারিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এসএ/সিলেট