ডিওআই ইনডেক্সিং এবং বাংলাজোল প্ল্যাটফর্ম এ অন্তর্ভুক্ত হল জেএসএইউ

আন্তর্জাতিকভাবে গবেষণা সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করতে হবে: সিকৃবি ভিসি

post-title

ছবি সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভিত্তিক প্রকাশনা জার্নাল অব দ্য সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি (জেএসএইউ) আনুষ্ঠানিকভাবে ডিওআই ইনডেক্সিং এবং বাংলাদেশ সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাজোল এ যুক্ত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্ভোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর সহযোগী পরিচালক এবং (জেএসএইউ) এর নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই ইলাহী।

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে গবেষণা সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, জেএসএইউ এর ডিওআই ইনডেক্সিং এবং বাংলাদেশ সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাজোল এ অন্তর্ভূক্তির কারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক ভাবে আরও এক ধাপ এগিয়ে গেল। ডিওআই ইনডেক্সিং এর মাধ্যমে গবেষণাপত্রগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা যেমন বাড়বে, তেমনি বাংলাজোল ডিজিটাল প্ল্যাটফর্ম এ যুক্ত হওয়ার ফলে দেশীয় ও আন্তর্জাতিক পাঠকগণের কাছে সহজে গবেষণার বিষয়বস্তু পৌছানো সম্ভব হবে।  

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপিস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক (গবেষণা), প্রক্টর, পরিচালক (অর্থ ও হিসাব), প্রধান প্রকৌশলী, পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) , পরিচালক (পরিবহন শাখা), পরিচালক (আইকিউএসি), পরিচালক (ফার্ম), পরিচালক (আইসিটি সেল), পরীক্ষা নিয়ন্ত্রক এবং সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দসহ সাউরেস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এসএ/সিলেট