নগরীতে পৃথক অভিযানে দুই মাদককারবারী আটক

post-title

ছবি সংগৃহীত

নগরীতে পৃথক অভিযানে দুই মাদককাবারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে লিটন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লিটন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শ্রীপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। বর্তমানে সে নগরীর মদিনা মার্কেটের খালিক মিয়ার কলোনিতে বসবাস করতো। তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির ৪ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

এদিকে, রবিবার দিবাগত রাত পৌনে ৩টায় নগরীর বন্দরবাজারের মহাজনপট্টি এলাকা থেকে মোশাররফ খান বাবলু নামের একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাবলু চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নগরীর গোয়াইপাড়া মল্লিকা-৪৩ নম্বর বাসার মো. আলীর ছেলে। তার কাছ থেকে মাদক বিক্রির আড়াই হাজার টাকা জব্দ করা হয়।

এসএ/সিলেট