জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

ভু্ইঁফোঁড়দের ব্যাপারে সিলেট প্রেসক্লাবের অবস্থান স্পষ্ট করলেন সাংবাদিক নেতারা

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ-এর সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবন্দ।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিক নেতারা সিলেটে অপসাংবাদিকতা চর্চা ও ভুঁইফোঁড় সাংবাদিক সংগঠনের নাম ব্যবহার করে যারা অপতৎপরতা করছে তাদের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের অবস্থান স্পষ্ট করেন।

এই সময় সাংবাদিক নেতারা বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। মূলত কিছু সুযোগসন্ধানী লোক এইসব নাম ব্যবহার করে অপসাংবাদিকতা করছে এবং অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক পরিচয়ও তুলে ধরছে। ফলে সুস্থ ও পেশাদার সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। এই চর্চা বন্ধ না হলে সিলেটে মূলধারার সাংবাদিক সমাজ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শুধু ব্যক্তি পর্যায়ে নয়, ফ্যাসিবাদকে শক্তিশালী করার জন্য এইসব সংগঠন গড়ে ওঠেছিল। প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে তারা ফ্যাসিবাদকে শক্তি যুগিয়েছে। বিপ্লবের পর খোলস পাল্টে এখনও তারা বহাল তবিয়তে আছে।

সিলেট প্রেসক্লাব নেতারা এসব ভুঁইফোঁড় ও অপেশাদার সাংবাদিক সংগঠন ও ব্যক্তির ব্যাপারে প্রশাসনকে সচেতন থাকার আহ্বান জানান। এই বিষয়ে প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করে তারা বলেন, অপসাংবাদিকতা ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করা না গেলে সাংবাদিকতা কলুষিত হবে, রাষ্ট্র ও সমাজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই, এসব অপকর্মকারীদের এখনই রুখতে হবে।

সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ সাংবাদিক নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং নীতি বহির্ভূত সাংবাদিকতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়্যাল এক্সপ্রেস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি  ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বর্তমান সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, সাধারণ সম্পাদক ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, বতর্মান কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল, বর্তমান সহসাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাবেক ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাকিব আহমদ মিঠু, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক প্রমুখ।


এসএ/সিলেট