বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে দলের প্রতিটি অঙ্গসংগঠনকে নিরলসভাবে কাজ করতে হবে: অধ্যাপক ডা: শামীমুর রহমান

post-title

ছবি সংগৃহীত

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এম-ট্যাব) সিলেটের উদ্যোগে এক ইফতার মাহফিল বৃহস্পতিবার নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

এম-ট্যাব সিলেটের সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মো: আলমগীর আলম ও মো: সোলায়মান খান মিল্টনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, এম-ট্যাব সিলেটের প্রধান উপদেষ্টা, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা: শামীমুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড নিউট্রিশন অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ডীন ও চেয়ারম্যান এবং এম-ট্যাব সিলেটের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোখলেছুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা: নজরুল ইসলাম ভূঁইয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদ হোসেন, ড্যাব সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ডা: নাফি মাহাদী,  ডা: আরিফুন নবী, বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ পাল।
 এছাড়াও সংগঠনের বিভিন্ন দিক নিয়ে মূর‌্যান বক্তব্য তুলে ধরেন, এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে মুসা লিটন, এম-ট্যাবের সিনিয়র সহ-সভাপতি ও বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মঈন উদ্দিন মঞ্জু, সিলেট মহানগর ছাত্র দলের সভাপতি রুবেল আহমেদ, এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুল আলম সজল,এম-ট্যাব সিলেটের সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ, মোঃ আয়নাল হক, সহ-সভাপতি, এম-ট্যাব সিলেট। মো. আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক, এম-ট্যাব সিলেট।রানা আহমদ, অর্থ সম্পাদক, এম-ট্যাব সিলেট। মোহাম্মদ তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক, এম-ট্যাব সিলেট এনামুল হক, প্রচার সম্পাদক, এম-ট্যাব সিলেট, মাজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, এম-ট্যাব সিলেট, মো: শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, এম-ট্যাব সিলেট। হাফিজুর রহমান, ফিরোজ আহমেদ, মোস্তফা কামাল, রফিক, ফারুক আহমেদ, আজিজুর রহমান আজিজ, মোখলেছুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে দলের প্রতিটি অঙ্গসংগঠনকে নিরলসভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন যে, বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে এই আশায় দীর্ঘ দিন অপেক্ষা করে আছে।  তাই দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।



এসএ/সিলেট