বিশ্ব কিডনি দিবসে নর্থ ইস্ট হাসপাতালে র‌্যালী ও আলোচনা সভা

post-title

ছবি সংগৃহীত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ডা. নাজমূল ইসলাম বলেছেন, বাংলাদেশে প্রতিবছর ৩০/৪০ হাজার কিডনি অকেজো হয়ে যাচ্ছে।

এর মধ্যে মাত্র ১৫/২০ ভাগ রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে। তাই দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে কিডনি রোগের সমন্বিত চিকিৎসার উদ্যোগ নেয়া উচিত। তিনি বৃহস্পতিবার সকালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং সঠিকভাবে পরিচর্যা করা সম্ভব হয় তবে চিকিৎসায় নির্মুল করা সম্ভব এবং কিডনি নষ্ট হওয়ার কোন শঙ্কা থাকে না। এজন্য মানুষকে বেশি করে সচেতন করা দরকার বেল মন্তব্য করেন তিনি। তাই  সবাইকে নিয়মিত কিডনি পরীক্ষা করা উচিত বলেও জানান তিনি।

আলোচনা সভায় আরো অংশ নেন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মূসা এম কাইয়ুম, পরিচালক অধ্যাপক ডা. আজিজুর রহমান, অধ্যাপক ডা. আব্দুল খালিক বড় ভ‚ইয়া, উপপরিচালক ডা. ফাহমিদুর রহমান, উপপরিচালক ডা. মুনতাসির আলম রাহিমীসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে চন্ডিপুল পয়েন্ট ঘুরে হাসপাতালে ফিরে আসে। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসএ/সিলেট