এএইচজেড বাংলাদেশ সিলেটের “আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো সফলভাবে সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

এএইচ বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে “আইইএলটিএস  ও ইউকে এডুকেশন এক্সপো" সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর জল্লারপারস্থ গ্রান্ড প্যালেস হোটেলে দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিশেষ এক্সপোতে অংশকারীকারী যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী কয়েক শত শিক্ষার্থীদের সে দেশের শিক্ষার সবশেষ তথ্য, বিভিন্ন সুযোগ সুবিধা, স্কলারশিপ ও খন্ডকালীন কাজের সুবিধাসহ নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। 

এএইচজেড একজন শিক্ষার্থীকে ভিসা আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত কয়েক ধাপে যাচাই বাছাই করে দায়িত্বশীলতার সাথে ভিসা প্রসেসিং সেবা প্রদান করে থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, কুয়েত, মিশর, নাইজেরিয়া, সৌদিআরবসহ বিশ্বের ১৮টি দেশে এক যুগের ও বেশি সময় থেকে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে ইউকে ভিসা প্রসেসিংয়ের কাজ পরিচালনা করছে এএইচজেড। এছাড়া এক্সপোতে ইংরেজি আইইএলটিএস কোর্সে ভর্তি ও রেজিষ্ট্রেশন ফি ছাড়সহ  শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

এতে ইউকের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনরা আমন্তিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, এনসিইউকের কান্ট্রি ম্যানেজার মো. শাহজালাল, সিলেট শাখার ম্যানেজার রাহিত পারভেজ জয়, মিডিয়া ও অফিসার এডমিন সাংবাদিক ছিদ্দিকুর রহমান, ইংরেজি এমআইই এর প্রজেক্ট ম্যানেজার নাঈম চৌধুরী, নাদিম আহমেদ জেকসহ এএইচজেড এ সিলেটের বিভিন্ন শাখায় কর্মরত সকল কাউন্সিলার,কমপ্লায়েন্স প্রমুখ উপস্হিত ছিলেন।



এসএ/সিলেট