সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা...
সুনামগঞ্জ সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।শনিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার মাঝামাঝি...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ওই পাঁচ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার উপজেলার মহিষাকোন গ্রামে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহিনুর মিয়া, পিতা-মো. আশ্বাব আলী, মো. নিজাম উদ্দিন, পিতা- মৃত আব্দুল শফিক, মো. জমির আলী, পিতা- মৃত আব্দুল শফিক, পাইন্না মিয়া, পিতা-মৃত আব্দুল শফিক, পান্না মিয়া, পিতা- মৃত আ. শহীদ।গ্রেফতার হওয়া সবার বাড়ি জগন্নাথপুর উপজেলার মহিষাকোন গ্রামে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, পুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট