মানসম্পন্ন খাদ্য উৎপাদন করে দেশের...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দিন দিন আবাদযোগ্য জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বেড়েছে প্রায় তিন...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে সংগঠনের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চতুর্থ দফা কর্মসূচির (ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্রসমস্যার সমাধান) অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে "শিক্ষাবৃত্তি ২০২৫" ঘোষণা করা হয়েছে। এককালীন দুই হাজার টাকা করে একশত শিক্ষার্থীকে দুই লাখ টাকা দেওয়া হবে বলে জানানো হয়। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের শর্তে বলা হয়েছে, আবেদনকারীকে শাবিপ্রবিতে স্নাতক ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী হতে হবে, অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত হলে অযোগ্য হবেন, পিতামাতার বাৎসরিক আয় ২ লাখ ৪০ হাজারের বেশি হলে আবেদনের অযোগ্য হবেন। নির্ধারিত গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে বলেও জানানো হয়।
এ ব্যাপারে শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, 'বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করতে বদ্ধপরিকর। এ শিক্ষাবৃত্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ভাবে কষ্ট হচ্ছে এমন মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমরা ভবিষ্যতেও কাজ করে যাবো।'
এসএ/সিলেট