সিলেটে বস্তাবন্দি কাটা পা, মেলেনি...
সিলেটে বস্তাবন্দি একটি কাটা পা নিয়ে ঘুম হারাম এয়ারপোর্ট থানা পুলিশের। গত ২৪ ঘণ্টায়ও মেলেনি পায়ের রহস্য। কার পা, কিভাবে এলো এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ...
সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা দখলে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুপুর একটা থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন।
এরআগে সরকার পতনের একদফা দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনকালে নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। আন্দোলনকারীরা ইটপাটকেল ছুঁড়লে জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।
এর কিছুক্ষণ পরেই সুরমা পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল করে আওয়ামী লীগ। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল দিয়ে বন্দরবাজারে গিয়ে অবস্থান নেয়।
জানা গেছে, সকাল থেকেই নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, বারুতখানা, সোবহানীঘাট, নয়াসড়ক, উপশহর, মদিনামার্কেট, টিলাগড়সহ শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এমন পরিস্থিতিতে শহরজুড়ে চাপা আতঙ্ক দেখা দিয়ে। আতঙ্কে গুরুত্বপুর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।
এসএ/সিলেট