আওয়ামী লীগের দখলে কোর্ট পয়েন্ট

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা দখলে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুপুর একটা থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন।

এরআগে সরকার পতনের একদফা দাবিতে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনকালে নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। আন্দোলনকারীরা ইটপাটকেল ছুঁড়লে জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।

এর কিছুক্ষণ পরেই সুরমা পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল করে আওয়ামী লীগ। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল দিয়ে বন্দরবাজারে গিয়ে অবস্থান নেয়।

জানা গেছে, সকাল থেকেই নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, বারুতখানা, সোবহানীঘাট, নয়াসড়ক, উপশহর, মদিনামার্কেট, টিলাগড়সহ শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এমন পরিস্থিতিতে শহরজুড়ে চাপা আতঙ্ক দেখা দিয়ে। আতঙ্কে গুরুত্বপুর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।

এসএ/সিলেট