সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যৌথবাহিনীর...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা...
দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড ঘটছে। এরই প্রেক্ষিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থী গ্রেফতারসহ হয়রানির অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এতে করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে।
এ প্রক্রিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। শাবির কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে অবহিত করার জন্য অনুরোধ করা হল।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে। প্রক্টর অফিসে যোগাযোগের নাম্বার: ০১৫২১-৪৬১৫২৮, ০১৯৮৬-৪৩১৫২১।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.কামরুজ্জামান চৌধুরী বলেন, দায়িত্বশীল দুজনের নাম্বার সংযুক্ত করে নোটিশ দেয়া হয়েছে। কেউ এমন ঘটনার সম্মুখিন হলে উক্ত নাম্বারে যোগাযোগ করার আহবান।
এসএ/সিলেট