নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় টাস্কফোর্সের অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ জুন) দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্সের অভিযান চালানো হয়।
এসময় জব্দ করা হয় ২৫৪ বস্তা (১২ হাজার ৭০০ কেজি) ভারতীয় চোরাই চিনি। যার বাজার মুল্য প্রায় ১৯ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার করে অর্থ সরকারি কোষাগারে প্রদান করা হবে।
টাস্কফোর্সের অভিযানে ছিলেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম, তামাবিল শুল্ক কর্তৃপক্ষের গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) মো. মামুন শেখ, ৪৮ বিজিবি সিলেটের নায়েব সুবেদার মো: শহিদুল আলম ও এসআই ফখরুল ইসলাম।
এসএ/সিলেট