শাবি থেকে শ্রমিকের লাশ উদ্ধার

post-title

ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। 

নিহত যুবক আলমগীর মিয়া (৩৫) নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ীর মৃত বারিক মিয়ার ছেলে। তিনি একজন ঠিকাদেরর অধীনে শাবিতে উন্নয়ন কাজে নিযুক্ত ছিলেন৷

প্রক্টর বলেন, নিহত শ্রমিক ফুডকোর্টের পাশে লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সকে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে  পাঠানো হয়েছে।

ফুডকোর্টের একটি দোকানের একজন কর্মচারী জানান, বেলা সাড়ে ১২টার দিকে তার দোকান থেকে খাবার পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা একটার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ লেক পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, নিহতের শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এছাড়া  এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসএ/সিলেট