মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান...
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. লীগ নেতা সালেহ আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৭ মার্চ)...
ছবি সংগৃহীত
শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্হাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপি এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর মৌলভীবাজারের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন। প্রশিক্ষনে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
এসএ/সিলেট