সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক রুহেল

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর কার্যকরী কমিটি গঠন

post-title

ফাইল ছবি

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহি জলঢুপ গ্রামের প্রবাসীদের প্রথম সামাজিক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১ মে (বুধবার) পূর্ব লণ্ডনের একটি রেষ্টুরেন্টে সংগঠনের উপদেষ্টাবৃন্দ সর্ব সম্মতিক্রমে ট্রাস্টের ২০২৪-২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করেন।

কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি আব্দুস সালাম দুলু, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ রুহেল ও কোষাধ্যক্ষ ফয়জুর রহমান।

এর আগে সংগঠনের উপদেষ্টা এনামুল হক সালাম, আজাদ হোসেন, ফয়জুর রহমান ও ফয়সল আহমদ রুহেল সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত যুক্তরাজ্য ও বাংলাদেশে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের তথ্য উল্লেখ করে বলেন- এটা খুবই ইতিবাচক দিক যে, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের কার্যক্রম সমন্বিত পরিকল্পনায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে করোনা মহামারি, সিলেটে শতাব্দির ভয়াবহ বন্যা , রমজান ও দুই ঈদে গ্রামের নিডি মানুষদের সহায়তায় অনুকরণীয় মানবিক ও সেবামূলক কাজ করেছে।

উপদেষ্টাবৃন্দ সিরাজুল-আনোয়ারুল-শরিফুল এর নেতৃত্বাধীন কার্যকরী কমিটির সকল কর্মকতা ও ট্রাস্টিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নব গঠিত কমিটিকে অতীতের ধারাবাহিক কার্যক্রমকে অনুসরণ করে আরও বেশী সামাজিক ও মানবিক কাজ করার আহ্বান জানান।

ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিন সংগঠনের সকল কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি তুলে ধরে বলেন- সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ঐতিহ্যবাহি জলঢুপ গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের পাশে ও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছি।

যুক্তরারেজ্য বসবাসরত জলঢুপ গ্রামের বাসিন্দাদের অর্থনৈতিক সহযোগিতা ও অনুপ্রেরণা দান কৃতজ্ঞ চিত্তে স্বরণে করে তারা বলেন,নব গঠিত কমিটি আগামীতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবীন ও নবীনদের সমন্বয়ে বাংলাদেশে ও বৃটেনে লোক্যাল কমিউনিটি বান্ধব কাজ করবে।

সভায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন- প্রতিষ্ঠাকালীন কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন ও মাহিদুল ইসলাম সাজু। সভার দ্বিতীয় পর্বে ট্রাস্টের উপদেষ্টা এনামুল হক ছালাম ও মো. আজাদ হোসেন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ২০২৪ -২০২৬ কার্যকরী পরিষদ ঘোষণা করেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, গ্রামের মানুষের সেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই সংগঠনটি ভুমিকা রেখে আসছে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসএ/সিলেট